পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হয় গত শনিবার। গতকাল ৬৯৬টি বুথে পুনরনির্বাচন অনুষ্ঠিত হয়। আজ ফল প্রকাশের দিন। তবে এর আগেই অনেক প্রার্থী জয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
জানা যাচ্ছে, ফল প্রকাশের আগে পঞ্চায়েতের ৭৯৯৭টিতে জয়ী তৃণমূল, একটি বিজেপি এবং তিনটিতে জয়ী বাম প্রার্থী। একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আইএসএফ প্রার্থী।
কমিশনের তথ্য অনুযায়ী, আলিপুরদুয়ার জেলার ১,২৫২টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীরা। এদিকে কোচবিহার জেলার ২,৫০৭টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ১৫৭টি, পঞ্চায়েত সমিতির ৩৮৩টি আসনের মধ্যে ১৭টি, জেলা পরিষদের ৩৪টি আসনের মধ্যে ১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীরা। দার্জিলিঙের ৫৯৮টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ৪০টি, ১৫৬টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৯টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীরা। ওদিকে কালিম্পঙের ২৮১টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ১০টি, ৭৬টি পঞ্চায়েত সমিতির মধ্যে একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়া জলপাইগুড়ির ১,৭০১টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ২৯টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীরা।
এদিকে মুর্শিদাবাদের ৫,৫৯৩টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ১৬৬টি, ৭৪৮টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীরা। মালদার ৩,১৮৬টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ৪৮টি, ৪৩৬টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীরা। দক্ষিণ দিনাজপুরে ১৩০৮টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ১১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীরা। উত্তর দিনাজপুরের ২,২২০টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ৩০৯টি, ২৯৩টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৩১টি এবং ২৬টি জেলা পরিষদের মধ্যে ৩টি আসনে প্রার্থী জয়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায়।