বাংলার বুকে নির্বাচনকালে আরও একবার বিতর্কে জড়াল কেন্দ্রীয় বাহিনী। এবার তাদের লাঠির আঘাতে আহত হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। এদিন লাঠির ঘা সরাসরি তাঁর পায়ে লাগায় চোট পান বিধায়ক। প্রবল ক্ষোভ প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় বাহিনীকে রীতিমতো হুঁশিয়ারি দেন বিধায়ক। যা নিয়ে তেহট্টে প্রবল শোরগোল শুরু হয়েছে। আজ, মঙ্গলবার নানা গণনাকেন্দ্রে শুরু হয় ভোটগণনা। সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। মঙ্গলবার তেহট্ট হাইস্কুলে পঞ্চায়েত নির্বাচনের গণনা চলছিল। তখন বিধায়ক তাপস সাহা দলের কর্মীদের নিয়ে সেখানে পৌঁছন।
এমতাবস্থায় একের পর এক জয়ের খবর আসতে শুরু করে। গ্রাম পঞ্চায়েত প্রার্থীরা জয়ী হচ্ছে দেখে তাঁরা আনন্দে উৎসবে মেতে ওঠেন। এমনকী বিধায়ক-সহ অন্যান্য সদস্যরা গণনাকেন্দ্রের সামনে বিজয় উৎসব শুরু করেন। তৃণমূলের এই বিজয় উৎসব দেখে বিজেপির সদস্যরা কেন্দ্রীয় বাহিনীকে নালিশ করেন। তখন রে রে তেড়ে এসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেখানে এসে উৎসবে বাধা হয়ে দাঁড়ান। তখন প্রতিবাদে গর্জে ওঠেন বিধায়ক তাপস সাহা। তখনই তাঁর উপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ ওঠে। ইতিমধ্যেই এ নিয়ে তুমুল ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।