শনিবার ভোটের দিন বাসন্তীর ফুলমালঞ্চ গ্রামে বোমার আঘাতে নিহত হয়েছিলেন তৃণমূল কর্মী আনিসুৱ ওস্তাগাৱ। সেই আনিসুৱের বৌদি রোকেয়া ওস্তাগার জিতে গেলেন ৩৩৪ ভোটে।
শনিবার ভোট চলাকালীন ফুলমালঞ্চ পঞ্চায়েতের ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩ ও ১১৩ নম্বর বুথের সামনে মুড়ি মুড়কির মতো বোমা ছুঁড়ছিল দুষ্কৃতীরা। সেই হামলার মুখে পড়ে প্রাণ ভয়ে পালিয়ে যান ভোটাররা। বোমার আঘাতে মৃত্যু হয় আনিসুর ওস্তাগর নামে ওই তৃণমূল কর্মীর। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েক ঘণ্টা পর আবারও শুরু হয় ভোটপর্ব।
বিভিন্ন অভিযোগ পেয়ে নির্বাচন কমিশন ১০৩ ও ১১৩ নম্বর বুথে পুনরায় নির্বাচন ঘোষণা করেন। সেই সিদ্ধান্তেই সোমবার ফের ভোটগ্রহণ করা হয়। সকাল বেলাতেই ভোট দিতে আসেন নিহত আনিসুর ওস্তাগারের পরিবার।
আনিসুরের বৌদি ১০৩ নম্বর বুথের তৃণমূল প্রার্থী রোকেয়া ওস্তাগারও কাঁদতে কাঁদতে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। আনিসুরের খুনিদের কড়া শাস্তির দাবি জানান তিনি।