উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন স্পেনীয় তারকা কার্লোস আলকারাজ। সোমবার প্রি-কোয়ার্টার ফাইনালে ইতালির মাত্তেয়ো বেরেত্তিনিকে ৩-৬, ৬-৩, ৬-৩, ৬-৩ ব্যবধানে হারালেন উইম্বলডনের শীর্ষ বাছাই। লড়াই ছিল ঘণ্টা ৪ মিনিটের। প্রসঙ্গত উল্লেখ্য, রজার ফেডেরার, নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল এবং অ্যান্ডি মারে গত ২০ বছর উইম্বলডনে শীর্ষ বাছাইয়ের মর্যাদা পেয়ে এসেছেন। দু’দশক পর এই চার জনের বাইরে কেউ শীর্ষ বাছাইয়ের মর্যাদা পেয়েছেন এ বছর। উইম্বলডন কর্তৃপক্ষ এটিপি ক্রমতালিকাকে মান্যতা দেওয়ায় শীর্ষ বাছাই হয়েছেন আলকারাজ। যদিও তাঁর খেলার মধ্যে সেই সপ্রতিভ ছাপ পাওয়া যাচ্ছে না। ঘাসের কোর্টে খেলার অভিজ্ঞতার অভাব চোখে পড়ছে সব প্রতিপক্ষের বিরুদ্ধেই। আনফোর্সড এরর করছেন প্রচুর। সোমবার করলেন ২৩টি। করেছেন ছ’টি ডাবল ফল্টও। এদিন বিশ্বের ৩৮ নম্বর বেরেত্তিনির কাছেও প্রথম সেট খোয়ালেন। অষ্টম গেমে আলকারাজের সার্ভিস ভাঙেন বেরেত্তিনি।
উল্লেখ্য, ৪২ মিনিটের প্রথম সেটে এক বারও প্রতিপক্ষের সার্ভিস ভাঙার মতো জায়গায় পৌঁছতে পারেননি আলকারাজ। খেলার শুরুতে পিছিয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই খোঁচা খাওয়া বাঘের মতো সেন্টার কোর্টে ফিরলেন স্পেনীয় তারকা। দ্বিতীয় সেটের প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই হল। খেলার মোড় ঘুরল চতুর্থ গেমে। ম্যাচে প্রথম বার আলকারাজের চেনা আগ্রাসী টেনিস দেখা গেল। প্রতিপক্ষকে কোনও পয়েন্ট না দিয়ে তাঁর সার্ভিস ভাঙলেন আলকারাজ। ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় সেট দখল করতে অসুবিধা হয়নি আলকারাজের। দাপটে খেলে ৪০ মিনিটে ৬-৩ গেমে জয় পেলেন শীর্ষ বাছাই। ফলাফল দাঁড়ায় ১-১। তৃতীয় সেটের তৃতীয় গেমে সেয়ানে-সেয়ানে লড়াই হল দুই প্রতিপক্ষের। শেষ পর্যন্ত বেরেত্তিনির সার্ভিস ভাঙেন আলকারাজ। নবম গেমে আবার প্রতিপক্ষের সার্ভিস ভেঙে ৬-৩ ব্যবধানে সেট জিতে নেন তরুণ খেলোয়াড়। ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর চতুর্থ সেটেও বেরেত্তিনিকে আর সুযোগ দেননি শীর্ষ বাছাই। অষ্টম গেমে প্রতিপক্ষের সার্ভিস ভাঙার পর নিজের সার্ভিস ধরে রেখে সেট এবং ম্যাচ পকেটে পুরে নেন আলকারাজ।