আজ সম্পন্ন হয়েছে পঞ্চায়েত নির্বাচনের গণনাপর্ব। মঙ্গলবার গণনা শেষ হওয়ার আগেই জয়ের উচ্ছ্বাস প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি বলেছেন,”বিরোধীরা ‘নো ভোট টু মমতা’ স্লোগান তুলেছিল, মানুষ সেই প্রচারকে ‘নাও ভোট ফর মমতায়’ বদলে দিয়েছে।” তাঁর কথায়, “তৃণমূলের নবজোয়ার কর্মূসচিতে বিপুল সাড়া দিয়েছেন সাধারণ মানুষ। তার ফলে বড় জনাদেশ পেতে চলেছে দল। এতে লোকসভা ভোটের পথ প্রশস্ত হবে। বাংলা, আমি আপনাদের সবাইকে ভালবাসি।” ভোটের আগে জেলায় জেলায় জনসংযোগ জোরালো করতে অভিষেক নবজোয়ার যাত্রা করেছিলেন। তাতে পূর্ণ সায় দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের একংশের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বোঝাতে চেয়েছেন, পঞ্চায়েত ভোটে তৃণমূল যে সাফল্য পেয়েছে, তাতে বড় ভূমিকা রয়েছে নবজোয়ার কর্মসূচির।
নির্বাচনের আগে অভিষেক জানিয়েছিলেন, এবার পঞ্চায়েত ভোটে হিংসা ও অশান্তি কমানোর জন্য যথাসাধ্য করবেন। দেখা যায় যে, এবার বাম, বিজেপি, কংগ্রেসের প্রার্থীরা গত ভোটের তুলনায় দ্বিগুণ আসনে প্রার্থী দিতে পেরেছে। পঞ্চায়েত ভোটে কয়েকটি জেলায় অশান্তির ঘটনা ঘটেছে ঠিকই। কিন্তু হাওড়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভোট অনেকটাই শান্তিপূর্ণ হয়েছে। অভিষেক এদিন মূলস্রোতের সংবাদমাধ্যমের উদ্দেশে তীব্র খোঁচাও দিয়েছেন টুইটে। তাঁর কথায়, “বিজেপি, সিপিএম, কংগ্রেসের সমষ্টিগত হতাশা মূলস্রোতের সংবাদমাধ্যমের কিছু বন্ধুর দুঃখের কাছে ফিকে হয়ে গিয়েছে। তৃণমূল এবং সরকারের বিরুদ্ধে কুৎসা ভোটারদের মনকে প্রভাবিত করতে পারেনি।” পর্যবেক্ষকদের অনেকের মতে, তৃণমূলের সাংগঠনিক বিষয়ে অভিষেকই এখন সিদ্ধান্ত নিচ্ছেন। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই তিনি এখন উল্লেখযোগ্য নেতা। পঞ্চায়েত ভোটের ফলাফল অভিষেকের অবস্থানকে দলে আরও পোক্ত করবে বলেই অনুমান রাজনীতির কারবারিদের।