সুপ্রিম কোর্টে আরও একবার বড়সড় ধাক্কা খেল মোদী সরকার। ইডি অধিকর্তার মেয়াদ বৃদ্ধি নিয়ে শীর্ষ আদালতের রায়ে মুখ পুড়েছে কেন্দ্রের। আজ, মঙ্গলবার ইডি অধিকর্তা পদে সঞ্জয় মিশ্রের মেয়াদ বৃদ্ধিকে অবৈধ ঘোষণা করেছেন বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে আগামী ৩১শে জুলাইয়ের পরে ইডির অধিকর্তা পদে সঞ্জয় মিশ্র থাকতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতিরা। বিগত ২০১৮ সালের নভেম্বর মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকর্তা পদে বিজেপিঘনিষ্ঠ আমলা হিসেবে পরিচিত সঞ্জয় মিশ্রকে বসিয়েছিল মোদী সরকার। ২০২০ সালের নভেম্বর মাসে তাঁর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কেন্দ্র দফায়-দফায় মেয়াদ বৃদ্ধির পথে হেঁটেছিল।
প্রসঙ্গত উল্লেখ্য, গত সাড়ে চার বছরের বেশি সময় ধরে বিরোধী দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করার মারাত্মক অভিযোগ উঠেছে সঞ্জয়ের বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, শাসকদল বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন তিনি ও তাঁর দলবল। ইডি অধিকর্তা হিসেবে সঞ্জয় মিশ্রের বার বার মেয়াদ বৃদ্ধি নিয়ে মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। মামলার শুনানির সময়ে একাধিকবার বিচারপতিদের প্রশ্ন ও তিরস্কারের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতাকে। এদিন মামলার রায় দিতে গিয়ে বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, ইডি অধিকর্তার মেয়াদ বৃদ্ধি ২০২১ সালের জুলাই মাসে শীর্ষ আদালতের রায়কে লঙ্ঘন করেছে। তৃতীয়বার মেয়াদ বৃদ্ধি অবৈধ। পাশাপাশি, শীঘ্রই নতুন ইডি অধিকর্তা নিয়োগের জন্য মোদী সরকারকে উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।