আগামীকাল, অর্থাৎ ১২ই জুলাই, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। প্রস্তুতিতে কোনওরকম ফাঁকি রাখতে চাইছেন না খেলোয়াড়রা। গুরুত্ব দেওয়া হচ্ছে ফিল্ডিং অনুশীলনেও। হালকা মেজাজে অনুশীলন করছেন রোহিত, বিরাটরা। ভারতীয় দলের অনুশীলনে দেখা যাচ্ছে অভিনবত্বও। রিফ্লেক্স বৃদ্ধি করতে বিশেষ ধরনের ফিল্ডিং অনুশীলন করলেন ভারতীয় ক্রিকেটারেরা। বিরাট ছাড়াও রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রাহানে-সহ কয়েক জনকে দেখা গেল ক্যাচ ধরার বিশেষ অনুশীলন করতে। বলের বদলে অনুশীলনের অন্য একটি সরঞ্জাম নিয়ে অনুশীলন করলেন তাঁরা। ভারতীয় ক্রিকেটারদের অন্য রকম অনুশীলনের ভিডিও সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে বিসিসিআই।
প্রসঙ্গত, ডমিনিকায় প্রথম টেস্টের পর ২০শে জুলাই থেকে পোর্ট অফ স্পেনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। টেস্ট বিশ্বকাপ ফাইনালের পর প্রায় এক মাসের ছুটি কাটিয়ে ২২ গজে ফিরছেন ভারতীয় ক্রিকেটারেরা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ভারত পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্ব শুরু করবে। টেস্ট সিরিজের পর তিন ম্যাচের এক দিনের সিরিজ এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে ভারত।