পঞ্চায়েতে ক্যামব্যাক! আলিপুরদুয়ারে ধরাশায়ী বিজেপি। হেরে গেলেন স্বয়ং দলের জেলা সভাপতি ভূষণ মোদক। ১ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী বিমল মোদক।
উনিশের লোকসভা ভোটে উত্তরবঙ্গে গেরুয়াঝড়। আলিপুরদুয়ার কেন্দ্রটি হাতছাড়া হয়ে গিয়েছে তৃণমূলের। এই কেন্দ্রে জিতেছেন বিজেপির জন বার্লা। বস্তুত, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এখন গেরুয়াশিবিরেরই শক্তঘাটি হিসেবে পরিচিত। সেই আলিপুরদুয়ারেই এবার ফুটল ঘাসফুল।
কীভাবে? পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গে হারানো জমি পুনরুদ্ধারে তৎপর হয়ে ওঠে তৃণমূল। ভোটের প্রচারে আলিপুরদুয়ারের ফালাকাটা সভা করেছিলেন অভিষেক। জেলায় কী কী উন্নয়নের কাজ করেছে রাজ্য় সরকার? সভামঞ্চে দাঁড়িয়ে সেই খতিয়ান তুলে ধরেছিলেন তিনি।
এদিকে চলতি মাসেই রাজ্যসভায় বাংলায় ৭ আসনে ভোট। কবে? ২৪ জুলাই। উত্তরবঙ্গ থেকে এবার তৃণমূল প্রার্থী আলিপুরদুয়ারের প্রকাশ চিক বরাইক। কার্শিয়াংয়ের শান্তা ছেত্রীর বদলে রাজ্যসভায় যাচ্ছেন চা-বাগানের এই শ্রমিক নেতা। ফলও মিলল হাতেনাতেই।
আলিপুরদুয়ারের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ১৩/১১৬ নম্বর আসনে প্রার্থী ছিলেন ভূষন মোদক ৷ কিন্তু জিততে পারলেন না। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরে গেলেন ১ ভোটে।