কড়া নিরাপত্তায় রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট গণনা শুরু হল। ২২টি জেলার ৩৩৯টি কেন্দ্রে গণনা হবে আজ। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তার পর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা হবে।
ভোট গণনাকেন্দ্র গুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। গণনাকেন্দ্রের আশপাশে কোনও জমায়েত করতে দেওয়া হচ্ছে না। প্রতি কেন্দ্রে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এখনও অবধি কোনও অশান্তির খবর মেলেনি।
রাজারহাট শিক্ষা নিকেতন হাইস্কুল গণনা কেন্দ্রে পাঁচটি গ্রাম পঞ্চায়েতর আসন ও তিনটি জেলা পরিষদের গণনা হবে। সকাল থেকেই এই গণনাকেন্দ্রে বিভিন্ন দলের এজেন্টদের ঢোকার লম্বা লাইন দেখা গেছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এই গণনাকেন্দ্রটি ।
হাবরা দু’নম্বর ব্লকের ভোট গণনা শুরু হল অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলে। কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানেও। হাবরা শ্রীচৈতন্য কলেজে হাবড়া এক নম্বর ব্লকের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়েছে। ব্যারাকপুর ব্লক এক এর আটটি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছে কাঁকিনাড়া পানপুর মাখনলাল হাইস্কুলে। গণনাকেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা দেখা গেছে।