রাজ্যজুড়ে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিথ পূর্বাভাস রয়েছে। রাজ্যে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। কলকাতায় আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের কারণে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। আগামী তিন দিন বৃষ্টির পরিমাণ কম থাকবে। জেলায় জেলায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে । তারপর শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
প্রসঙ্গত, আগামী ২৪ ঘণ্টায় গণনার সময় প্রবল বৃষ্টিতে ব্যাহত হতে পারে ভোট গণনার কাজ। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় এই সম্ভাবনা সব থেকে বেশি। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী দু-এক পশলা প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায়। অতি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরের কিছু অংশে। হালকা, মাঝারি দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে। তবে আজ ভোট গণনার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হতে পারে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের ও নিম্নচাপ এলাকার পর মধ্যপ্রদেশ লখনউ, বেনারস, পাটনা, মালদহ এরপর পূর্ব দিকে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মনিপুর পর্যন্ত বিস্তৃত। একটি অফসোর অক্ষরেখা রয়েছে গুজরাত থেকে কেরল পর্যন্ত। দক্ষিণ-পশ্চিম রাজস্থানে রয়েছে একটি নিম্নচাপ এলাকা। এই নিম্নচাপ এলাকা ক্রমশ মধ্যপ্রদেশে প্রভাব বিস্তার করছে। উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা, মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পার্বত্য এলাকা সহ উপরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সতর্কতা। বৃষ্টির পরিমাণ বাড়বে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার ২০০ মিলিমিটার বা তার বেশি প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে এবং সংলগ্ন জলপাইগুড়ি জেলার কিছু অংশে।
পাশাপাশি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে মঙ্গলবার থেকে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল-বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এর মধ্যে উত্তর দিনাজপুরে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির স্পেলে নিচু এলাকা প্লাবিত হতে পারে। নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকার ফসলের ক্ষতি বিশেষ করে হর্টিকালচারের বেশি ক্ষতি হতে পারে। পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমতে পারে। ধ্বস নেমে যান চলাচল ব্যাহত হতে পারে। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। আংশিক মেঘলা আকাশ জেলাগুলিতে। বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে । তারপর শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় উত্তরাখন্ড, উত্তর প্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, গুজরাত, মধ্যপ্রদেশ এবং সিকিম, বিহার, কঙ্কন ও গোয়াতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।