মিটে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনপর্ব। তবুও রাজনৈতিক প্রতিহিংসার পথ থেকে সরছে না বিজেপি। এবার পূর্ব মেদিনীপুরে তৃণমূলের পোলিং এজেন্টের পুকুরে বিষ ঢালার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ফলে নষ্ট হয়েছে লক্ষাধিক টাকার মাছ। ঘটনাটি পটাশপুর ১ ব্লকে পদিমা গ্রামের।
প্রসঙ্গত, পদিমার ১০নং বুথের তৃণমূলের পোলিং এজেন্ট ছিলেন উত্তম মাইতি। তাঁর অভিযোগ, “আমি তৃণমূলের পোলিং এজেন্ট হয়েছিলাম। তাই বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা আমার পুকুরে বিষ দিয়েছে। যার ফলে প্রায় লক্ষাধিক টাকার মাছ মরেছে।” ইতিমধ্যেই পটাশপুর থানাৎ অভিযোগ দায়ের করেছেন উত্তমবাবু। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।