শনিবার ভোট চলাকালীন বাসন্তীর ফুলমালঞ্চ পঞ্চায়েতের ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩ ও ১১৩ নম্বর বুথের সামনে মুড়ি মুড়কির মতো বোমা ছুঁড়ছিল দুষ্কৃতীরা। আর সেই হামলার মুখে পড়ে বোমার আঘাতে মৃত্যু হয় আনিসুর ওস্তাগর নামে এক তৃণমূল কর্মীর।
এবার পুনর্নির্বাচনে চোখ মুছতে মুছতেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন আনিসুর ওস্তাগরের পরিবার। এদিন শুরুতেই ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাসের নেতৃত্বে পাঞ্জাব পুলিশ, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় পুলিশের বিশাল বাহিনী এলাকায় টহল দেয়। নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয় ওই বুথ চত্বর। সকাল বেলাতেই ভোট দিতে আসেন নিহত আনিসুর ওস্তাগারের পরিবার। আনিসুরের মা আনিশা ওস্তাগার বলেন, ‘ভোট দেওয়ার মতো অবস্থায় আমি নেই। বৌমা কারিমাই নিয়ে গেছিল আমাকে।’