টমেটোর দাম কেজি প্রতি ১৬০ কেজি টাকাতে পৌঁছেছে। মোদীর কেন্দ্র বারাণসীতে বাউন্সার রেখে টমেটো বিক্রি করছেন এক সবজি বিক্রেতা। অজয় ফৌজি নামের ওই সবজি বিক্রেতা বলেছেন যে টমেটো নিয়ে লোকজন মারামারি করছে। টমেটো লুট হচ্ছে। সেই কারণেই তিনি বাউন্সার নিয়োগ করেছেন।
অজয় বলেন, ‘টমেটোর দাম অনেক বেশি হওয়ায় আমি বাউন্সার ভাড়া করেছি। মানুষ টমেটো লুটপাট করছে। যেহেতু আমাদের দোকানে টমেটো আছে, আমরা কোনও ঝামেলা চাই না’। অজয় তাঁর স্টলে সাইনবোর্ডও ঝুলিয়েছেন। সেখানে লেখা, ‘প্রথমে পেমেন্ট, টমেটো পরে। দয়া করে টমেটো এবং কাঁচা লঙ্কা স্পর্শ করবেন না।’ প্রসঙ্গত, টমেটো বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি। মানুষ কিনছে ৫০ বা ১০০ গ্রাম।
কৃষকরা বলছেন, প্রচণ্ড গরম ও বর্ষার বিলম্বের কারণে উৎপাদন ঘাটতির কারণে টমেটোর দাম বেড়েছে। প্রতি বছর জুলাই-অগাস্ট মাসে টমেটোর দাম বেড়ে যায়। কারণ বর্ষার কারণে অত্যন্ত পচনশীল পণ্য টমেটোর সংগ্রহ ও পরিবহন ব্যাহত হয়।
এদিকে, মধ্যপ্রদেশের এক স্মার্টফোনের দোকানের মালিক মোবাইল ফোন সহ গ্রাহকদের বিনামূল্যে টমেটো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দোকানের মালিক অভিষেক বলেন, ‘যেহেতু টমেটোর দাম বেড়েছে এবং বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় আমরা ক্রেতাদের কিছু দিতে চাই, তাই আমরা স্মার্টফোনের সঙ্গে টমেটো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’