একদিকে যখন মার্কিন মুলুকে চলছে বন্দুকবাজদের দৌরাত্ম্য। তখন অন্যদিকে, চিনের একাধিক এলাকাতেও উল্লেখজনক ভাবে বেড়েছে হামলার সংখ্যা। মূলত বিদ্যালয়গুলিকেই নিশানা করা হচ্ছে। এবার যেমন সেখানের গুয়াংদং প্রদেশের কিন্ডারগার্টেন স্কুলে ঢুকে ছ’জনকে ছুরি মেরে খুন করল এক ব্যক্তি। সোমবার সকালে ভয়াবহ ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে তিন শিশু। পরিকল্পিতভাবেই কিন্ডারগার্টেন স্কুলে হামলা চালানো হয়েছে বলে পুলিশের দাবি। ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা নাগাদ গুয়াংদং প্রদেশের লিয়াংজিয়াং শহরের কিন্ডারগার্টেন স্কুল চত্বরে ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। লিয়াংজিয়াং প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, কিন্ডারগার্টেন স্কুলে হামলার ফলে ছয়জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত একজন। মৃতদের বয়স বা পরিচয় প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। তবে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে স্কুলের পড়ুয়া তিন শিশু। এছাড়াও ছুরির কোপে মৃত্যু হয়েছে স্কুলের এক শিক্ষক ও দুই অভিভাবকের।