রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফের একহাত নিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যপালকে আরও একবার ‘বিজেপির এজেন্ট’ বলে কটাক্ষ করলেন তিনি। পঞ্চায়েত ভোটের প্রক্রিয়ায় রাজ্যপাল যে ভূমিকা পালন করেছেন রবিবার সংবাদমাধ্যমের সামনে তার সমালোচনা করেছেন চন্দ্রিমা। রবিবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যপালকে নিশানা করে বলেন, বিজেপির মুখপাত্র হয়ে হিংসায় প্ররোচনা দিয়েছেন তিনি।
চন্দ্রিমার বক্তব্য, “কয়েকটি ঘটনা তো ঘটেইছে! এত প্ররোচনা দিয়েছে নানা দিক থেকে! বিরোধীরা, তার সঙ্গে খুব শ্রদ্ধার মানুষ মাননীয় রাজ্যপাল। বিজেপি-র মুখপাত্র হয়ে যেভাবে প্ররোচনা দেওয়া হয়েছে, তাতেই এই ঘটনাগুলি ঘটেছে। প্রত্যেকটি মৃত্যুই দুঃখজনক। কিন্তু দেখা গিয়েছে, তৃণমূলের লোকই বেশি বলি হয়েছেন।” অন্যদিকে রবিবারই রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লী সফরে যাচ্ছেন। সূত্রের খবর, ভোটে হিংসার ঘটনা নিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা দেবেন। রবিবার সন্ধ্যায় কলকাতা থেকে বিশেষ বিমানে দিল্লীতে রওনা দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজধানীতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে তাঁর।