সোমবার নদিয়ার তেহট্টের ১৬ নম্বর বুথে ছিল পুনর্নির্বাচন। বুথের বাইরে ভোট দেওয়ার জন্য লম্বা লাইন পড়েছিল। আর সেই বুথের ভোটের লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন এক প্রৌঢ় ভোটার। ঘটনাস্থলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, ওই প্রৌঢ়ের নাম নবদ্বীপ হালদার। নদিয়ার তেহট্টের হালদারপাড়ার বাসিন্দা ছিলেন বছর ৫৫-এর নবদ্বীপবাবু।
সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ নিজের কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন তিনি। ভোটের লাইনে দাঁড়িয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন নবদ্বীপবাবু। সেই অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা, তাঁকে মৃত বলে ঘোষণা করেন।