ভোট চলাকালীন হিংসার কবলে পড়লেন আরও এক তৃণমূল সমর্থক। শনিবার নির্বাচনের সময় তাঁকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগের তির আরএসপির দিকে। গভীর রাতে কলকাতার হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। খবর এলাকায় পৌঁছতেই উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর রাধারানীপুর গ্রাম। জানা গিয়েছে, আক্রান্ত বৃদ্ধের নাম আজাহার লস্কর। বাসন্তীর জ্যোতিষপুরের রাধারানীপুরের বাসিন্দা তিনি। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, শনিবার ভোট চলাকালীন জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধারানীপুর গ্রামের বুথে ওই বৃদ্ধকে প্রবল মারধর শুরু করে আরএসপি কর্মী-সমর্থকরা।
এরপর পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। গুরুতর জখম হন আজাহার লস্কর-সহ ৫ জন। তাঁদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে আজাহারকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত বাকিরাও চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বাসন্তীতে। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে সরব হন আজাহারের পরিবার ও পরিজনরা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।