শেষবেলায় উত্তপ্ত নদিয়া। খুন জখমে যখন পাশের মুর্শিদাবাদ উত্তপ্ত, ঠিক তখনই শিরোনামে নদিয়া। নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজির অভিযোগ। যার জেরে আতঙ্কে ভোট দিতে যেতে পারছিলেন না এলাকাবাসী। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথকেন্দ্রে শূন্যে গুলি চালান জওয়ানরা।
খাতায় কলমে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছনোর কথা ছিল। যদিও ভোটের দিন সকাল পর্যন্ত সব বাহিনী এসে পৌঁছেছে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। কিন্তু শেষ পর্যন্ত যত কেন্দ্রীয় বাহিনী এসেছিল, তারাই বা কোথায় গেল সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠা বিভিন্ন জেলার প্রায় কোথাওই দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিভিন্ন এলাকায় বিক্ষোভও শুরু হয়েছে।
জেলায় জেলায় ভোটকে কেন্দ্র করে প্রায় সর্বত্রই অভিযোগ ওঠে, কেন্দ্রীয় বাহিনী ছিল না৷ যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এসেছে, তারা কোথায় গেল, কীভাবে তাদের কাজে লাগানো হল, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে৷