মোদী জমানায় দিন দিন দেশে দলিত নিগ্রহের ঘটনা বেড়েই চলেছে। সম্প্রতি যেমন বিজেপি শাসিত মধ্যপ্রদেশে রাস্তায় বসে থাকা এক আদিবাসী ব্যক্তির মুখে প্রস্রাব করছিলেন সেখানকার এক সঙ্ঘ কর্মী। সেই ঘটবার একটি ভিডিয়োও দিন দুয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল দেশ জুড়ে।
ভোজপুরি গায়িকা নেহা সিং রাঠোর এবিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, ‘এমপি মে কা বা?’ অর্থাৎ মধ্যপ্রদেশে কী হয়েছে। সঙ্গে ছিল একটি ছবি। যেখানে দেখা যাচ্ছিল এক অর্ধনগ্ন আরএসএস কর্মীকে। তাঁর হাফপ্যান্টটি খুলে রাখা রয়েছে পাশেই। মাথায় আরএসএসের টুপি ও শার্ট। তিনি প্রস্রাব করছেন পাশে বসা এক ব্যক্তির মুখে। তার জেরে এফআইআর দায়ের করা হয়েছে ওই গায়িকার বিরুদ্ধে। ওই গায়িকার বিরুদ্ধে ভোপালের হাবিবগঞ্জ থানায় দায়ের হয়েছে এফআইআর।