আজ রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন। সকাল থেকেই বাংলার জেলায় জেলায় চলল ভোটগ্রহণ। এল অশান্তি ও হিংসার খবরও। এমতাবস্থায় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন,”ভোট শান্তিপূর্ণ হয়েছে নাকি অশান্ত হচ্ছে, সেটা বলার সময় এখনও আসেনি।” তবে জেলায় জেলায় প্রচুর হিংসার অভিযোগ যে এসেছে, সেটা মেনে নিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। যদি প্রয়োজন পড়ে কোনও কোনও বুথে পুনর্নির্বাচনও হতে পারে, সেই আশ্বাসও দিয়েছেন রাজীব সিনহা।
নির্বাচন কমিশনার জানিয়েছেন,বিভিন্ন জেলা থেকে অভিযোগ এসেছে। সেগুলির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। দরকার পড়লে হবে পুনর্নির্বাচন। কমিশন সূত্রে খবর, এ পর্যন্ত ৭টি খুনের অভিযোগ এসেছে। কিছু কিছু বুথে ব্যালট চুরি, বুথ দখলের অভিযোগও এসেছে। সেই সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তারপরই ভোট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বস্তুত, পঞ্চায়েত নির্বাচনে কিছু কিছু বুথে পুনর্নির্বাচন হওয়ার নজির আগেও রয়েছে। কিন্তু এবার কীসের ভিত্তিতে পুনর্নির্বাচন করানো হবে বা আদৌ করানো হবে কিনা, সে বিষয়ে মেলেনি স্পষ্ট ইঙ্গিত।