রাজ্যজুড়ে অব্যাহত বর্ষার ইনিংস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা আজ হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আজ কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের আশেপাশে থাকতে পারে। আজ তিলোত্তমার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। এর আগে গতকাল কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিক। এদিকে গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৫ শতাংশ, সর্বনিম্ন পরিমাণ ছিল ৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আলিপুরে ২৩.৮ মিলিমিটার বৃষ্টি হয়। দমদম অঞ্চলেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দমদম ও আশেপাশের এলাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে দমদম এলাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গতকাল ২০ মিলিমিটার বৃষ্টি হয় দমদমে।
পাশাপাশি, হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ দমদম এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে নীচে। অপরদিকে দমদমের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি বেশি। আজ দমদমের আকাশ আংশিক মেঘলা থাকবে। দু-এক দফায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজকে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বেশ কয়েক দফায় আজ ভিজতে পারে শহর। এদিকে কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুলগিতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোথাও কোথাও বজ্রপাতও হবে। গাঙ্গেও পশ্চিমবঙ্গের সব জেলাতেই অবশ্য বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে আজ। এদিকে সকালের স্টেশন ভিত্তিক বুলেটিন অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় কলকাতা, সল্টলেক, হাওড়া, বালী, ডায়মন্ড হারবার, ক্যানিং, চন্দননগর, বসিরহাট, কল্যাণী, তমলুক, হলদিয়া, কাঁথি, দিঘা, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, কাটোয়া, পুরুলিয়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।