শনিবার রাজ্যজুড়ে সম্প্নন হল পঞ্চায়েত নির্বাচন। জেলায় জেলায় চলল ভোটগ্রহণ। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে গণতন্ত্রের উৎসব। আইন-শৃঙ্খলা রক্ষায় নামানো হয়েছিল পর্যাপ্ত পুলিশ। পাশাপাশি ছিল কেন্দ্রীয় বাহিনীও। অশান্তি রোধে রাখা হয়েছিল পুলিসের কুইক রেসপন্স টিম। সূত্র অনুযায়ী, প্রায় সমস্ত সংবাদমাধ্যমগুলিতে যে’সব ছোট-মাঝারি বা বড় গণ্ডগোলের ঘটনা দেখা গিয়েছিল তা প্রায় ৫০টা বুথ প্রভাবিত হয়েছিল। বাকি প্রায় ৬১,৫৫০টি বুথে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। সব মিলিয়ে গ্রাম দখলের লড়াইয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট দানের হার ছিল ৬৬.২৮ শতাংশ। এবার, একনজরে দেখে নেওয়া যাক, ২২টি জেলার কোথায় কত শতাংশ ভোট পড়ল :
আলিপুরদুয়ার – ৬৩:১১
দক্ষিণ দিনাজপুর – ৬১:৯৩
কোচবিহার – ৬৩:৮৪
জলপাইগুড়ি – ৬২:২৪
উত্তর দিনাজপুর – ৫৬:৮৭
মুর্শিদাবাদ – ৬৫:৯৫
মালদহ – ৬৩:৪৪
উত্তর চব্বিশ পরগনা – ৬৭;৮৮
কালিম্পং – ৫৬:৪৯
পশ্চিম বর্ধমান – ৬৫:৮৫
নদীয়া – ৬৮:৭২
দক্ষিণ চব্বিশ পরগণা – ৬৫:৪০
পূর্ব মেদিনীপুর – ৬৭:২৩
পূব বর্ধমান – ৬৮:৯০
বাঁকুড়া – ৫৯:৮৩
বীরভূম – ৬৮:৮৮
ঝাড়গ্রাম – ৬৪:২৬
হুগলি – ৬৫:৪৩
হাওড়া – ৬৭:৫৮
পশ্চিম মেদিনীপুর – ৭৯:১৫
পুরুলিয়া – ৫৯:৮৫