পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেরাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোটের দিন সকালেও রাজভবনে বসে না থেকে রাস্তায় নেমে পড়লেন তিনি৷ যা নিয়ে শোরগোলও হল বিস্তর৷ এ নিয়ে তাঁকে বিঁধতে ছাড়েনি তৃণমূল৷ রাজ্যের মন্ত্রী তথা প্রবীণ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘রাজ্যপাল প্রথম দিন থেকেই প্ররোচনা দিচ্ছেন। উনি একজন খাঁচায় বন্দি তোতা। আসলে তিনি একটা দলের কথায় চলছেন। সরকারকে নিষ্ক্রিয় করতে চাইছেন। আমরা তো সব নির্দেশ মানছি। কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে বলব দলকে।’
শোভনদেবের দাবি, রাজ্যপাল উত্তেজনা বাড়াচ্ছেন। ওঁর ভোট নিয়ে কোনও সমস্যা থাকলে তিনি তা নির্বাচন কমিশনকে জানাতে পারতেন। জানাতে পারতেন মুখ্যমন্ত্রী বা প্রশাসনকেও৷ এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তীব্র আক্রমণ করেন তিনি৷ বলেন, ‘শুভেন্দুর আসল পরিকল্পনা পঞ্চায়েতের টাকা বন্ধ করে দেবে৷ গদ্দার মানে দল বদল নয়। গদ্দার মানে গরিব মানুষের টাকা বন্ধ করে দেওয়া৷ কেন্দ্রের টাকা আগেও বন্ধ করে দিয়েছেন। আর সিবিআই দিয়ে ওর চলছে না। এবার বোধহয় রাষ্ট্রপতির কাছে যাবেন।’