একুশের ভোটের আগে থেকেই চেষ্টায় কোনও কসুর রাখেনি তারা। বারবার রাজ্যে ছুটে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা। কিন্তু কিছুতেই কাজ হয়নি। কোনও মতেই বাংলার মানুষের মন ছুঁতে পারছে না তাদের ‘জয় শ্রী রাম’ ধ্বনি। তাই লোকসভা নির্বাচনের আগে বাংলায় ‘জয় মা দুর্গা’, ‘জয় মা কালী’ বলেই জয়ধ্বনি দেওয়ার কথা ভাবছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গো-বলয়ের রাজনীতির ধারা যে বাংলা ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সেভাবে কার্যকরী নয়, তা বুঝতে পেরেই কৌশল বদলাতে চাইছে গেরুয়া শিবির।
বৃহস্পতিবার গুয়াহাটিতে উত্তর-পূর্ব ও পূর্বের ১২টি রাজ্যের নেতৃত্ব ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে লোকসভার প্রস্তুতি সেরেছেন দলের সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। বৈঠকে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনশল, মঙ্গল পাণ্ডের পাশাপাশি সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরাও উপস্থিত ছিলেন। সেখানে বাংলা নিয়ে আলোচনার সময় অনুপম বলেন যে, রামের চেয়ে ভগবান হিসাবে বাংলার মানুষ ‘দুর্গা’ বা ‘মা কালী’র নামেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। উদাহরণ হিসেবে বাঙালিরা বাড়ি থেকে বেরনোর সময়ে ‘দুর্গা নাম’ স্মরণ করেন বলে উল্লেখ করেন। ‘জয় শ্রী রাম’ থাকলেও পাশাপাশি জয় মা দুর্গা, জয় মা কালী এই স্লোগান ব্যবহার করলে ভাল ফল মিলবে বলে প্রস্তাব দেন।