ফের বিতর্কের মুখে মোদী সরকারের রেল মন্ত্রক। এখনও সংশয় কাটেনি হাইস্পিড রেল করিডর নিয়ে। কিন্তু তার আগেই বুলেট ট্রেন কিনতে উঠেপড়ে লেগেছে কেন্দ্র। ইতিমধ্যেই টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু করেছে রেল। জানা যাচ্ছে, প্রাথমিকভাবে ২৪টি বুলেট বা হাইস্পিড ট্রেন কিনবে রেল মন্ত্রক। প্রতিটি ট্রেনে ১০টি করে কোচ থাকবে। প্রতিটি ট্রেনে ৬৯০ জন করে যাত্রী সফর করতে পারবেন। কিন্তু মুম্বই-আমেদাবাদ হাইস্পিড রেল করিডর নির্মাণ প্রকল্পের বাস্তবায়নের মেয়াদকে কেন্দ্র করেই অনিশ্চয়তার মেঘ জমেছে। সেখানে আগেই ট্রেন কিনে ফেলার উদ্যোগ নিয়ে উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত উল্লেখ্য, ২৪টি বুলেট ট্রেন কিনতে প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একদা জানিয়েছিলেন, ২০২৬ সালের আগস্টের মধ্যে অন্তত বাপি-সবরমতি শাখায় বুলেট ট্রেন চালানো শুরু করে দেওয়া হবে। সম্প্রতি সেই লক্ষ্যমাত্রা আরও এক বছর পিছিয়ে ২০২৭-র আগস্ট করা হয়েছে। হাইস্পিড রেল করিডর তৈরির প্রকল্পের সময়সীমার লক্ষ্যমাত্রা বারবার পিছিয়ে যাওয়ায়, প্রকল্পের খরচও বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই খরচ প্রায় এক লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এই আবহে ১১ হাজার কোটি টাকায় ২৪টি বুলেট ট্রেন কেনা যৌক্তিকতা চোখে পড়ছে না। একবারে কেন ২৪টি ট্রেন কেনা হচ্ছে, তা নিয়ে রেল মুখে কুলুপ এঁটেছে। ফলত ক্রমশ ঘনীভূত হচ্ছে সংশয়।