পঞ্চায়েত ভোটের আগে থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছিল বিরোধীদের সন্ত্রাস। বারবারই নিশানা করা হচ্ছিল তৃণমূলের নেতা-কর্মীদের। ভোটের দিনও মিলল না রেহাই। এবার নন্দীগ্রামে মৃত্যু হল এক তৃণমূল এজেন্টের৷ নিহত ব্যক্তির নাম গৌতম রায়৷ বয়স ৬২ বছর। সিপিআইএম কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতি-বচসার পরে ধাক্কাধাক্কিতে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রাম৷ এখানকারই ২৬২ নম্বর বুথের তৃণমূল এজেন্ট ছিলেন নিহত গৌতম রায়। ঘটনা ঘিরে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন নিহত ব্যক্তির পরিবারের সদস্যেরা। ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, বুথের ভিতর সিপিআইএমের প্রার্থী ও কর্মী সমর্থকদের সাথে বচসায় জড়িয়ে পড়েছিলেন নিহত গৌতম রায়। সেই সময় তাঁকে ধাক্কা দিয়ে বুথের বাইরে বের করে দেওয়া হয় এবং ঘটনাচক্রে সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে।