শনিবার সকাল ৭টা থেকে রাজ্যে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। সওয়া এগারোটার পর রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২২.৬০ শতাংশ। এদিকে, খাতায় কলমে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছনোর কথা ছিল। যদিও ভোটের দিন সকাল পর্যন্ত সব বাহিনী এসে পৌঁছেছে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
কিন্তু শেষ পর্যন্ত যত কেন্দ্রীয় বাহিনী এসেছিল, তারাই বা কোথায় গেল সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, গোটা রাজ্যে ভোটে নিরাপত্তার জন্য আদালতের নির্দেশে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল নির্বাচন কমিশন৷ যদিও শেষ পর্যন্ত সেই সংখ্যক বাহিনী এসে পৌঁছেছে কি না, তার হিসেব ভোটের দিন সকাল পর্যন্ত পাওয়া যায়নি৷