সম্প্রতি রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। আর শুরু থেকেই তার দাপুটে ইনিংস চলছে উত্তরবঙ্গে। তৈরি হয়েছে দুর্যোগের পরিস্থিতি। আগামী কয়েকদিনও সেই দুর্যোগ কাটার সম্ভাবনা নেই। কারণ ওপরের একাধিক জেলায় এবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে।
বুধবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি আর অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি চলবে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবারের পর বৃষ্টির পরিমাণ কমতে পারে। ২৪ ঘণ্টা পর তাপমাত্রাও খানিকটা নিম্নমুখী হতে পারে। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি পিছু ছাড়বে না।
জানা গিয়েছে, বিকেল অথবা সন্ধের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। আবার, উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছেন আবহবিদরা। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পংয়েও। তবে বৃষ্টির পরিমাণ কমতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।