আরও একবার আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের হাতে উঠল সোনার গ্লাভস। শুনতে অদ্ভুত হলেও সত্যি! হুগলি জেলা থেকে সোনালী দস্তানা পৌঁছে গেল মার্টিনেজের কাছে। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ওঠার পরে মার্টিনেজের হাতে উঠেছিল সোনার গ্লাভস তথা প্রতিযোগিতার সেরা গোলরক্ষকের পুরস্কার। এবার সেই মার্টিনেজই এসেছেন শহর কলকাতায়। হুগলির রিষড়া থেকে মিষ্টি দিয়ে তৈরি সোনার গ্লাভস উপহার হিসেবে পাওয়ায় দারুণ খুশি মার্টিনেজ। রিষড়ার বিখ্যাত মিষ্টান্ন প্রতিষ্ঠান ফেলু মোদক থেকে মিষ্টির তৈরি সোনার গ্লাভস উপহার পৌঁছে দেওয়া হয় তাঁর কাছে।
মিষ্টি খেয়ে পুলকিত মার্টিনেজ। পাশাপাশি বিখ্যাত আমের মিষ্টি খাওয়ার আবদারও করেছেন তিনি। বিশ্বজয়ী গোলকিপারের হাতে মিষ্টির তৈরি স্পেশাল সোনার গ্লাভস তুলে দিয়েছেন ফেলু মোদকের কর্ণধার অমিতাভ দে। দোকানের মিষ্টি মার্টিনেজকে উপহার হিসেবে দিতে পেরে আপ্লুত অমিতাভবাবু। তিনি জানান, মার্টিনেজের কাছে এবার হুগলি জেলাও পরিচিতি পেয়ে গেল। হুগলি জেলার বাসিন্দা হিসাবে এটা গর্বের বিষয়। তাঁর দোকান থেকে স্পেশাল মিষ্টি আগেও অনেক ভাল জায়গায় পৌঁছেছে, কিন্তু বিশ্বজয়ী দলের গোলকিপারের হাতে পৌঁছনোকে এক বিশেষ প্রাপ্তি বলেই মনে করছেন তিনি।