মারাঠা স্ট্রং ম্যানের ‘পাওয়ার প্লে’তে এবার খেলা ঘুরতে শুরু করল মহারাষ্ট্রে। অজিত পাওয়ার শুরু থেকে দাবি করে আসছেন এনসিপির ৫৪ জন বিধায়কের মধ্যে ৪৩ জন তাঁর সঙ্গে আছেন। বস্তুত, ৪৩ জন বিধায়কের সই করা সমর্থন পত্র তিনি রাজ্যপালের কাছে জমাও দেন। সেই সঙ্গে জনা দু’য়েক সাংসদেরও সই ছিল। কিন্তু শরদ পওয়ার আসরে নামতেই সমীকরণ বদলাতে শুরু করেছে। এক সাংসদ এবং কয়েকজন বিধায়ক যাঁরা শুরুর দিকে অজিতের সঙ্গে ছিলেন, তাঁরা এখন শিবির বদলে শরদ শিবিরে ভিড়েছেন। অনেক বিধায়কই নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তাঁদের ভুল বুঝিয়ে ওই কাগজে সই করানো হয়েছিল। অভিযোগ অজিত ওই বিধায়কদের বোঝান, শরদের ইশারাতেই তিনি বিজেপির সঙ্গ দিচ্ছেন। এদিকে শরদ নিজে প্রকাশ্যে ভাইপোর বিরোধিতা করতেই, তারা ‘ভুল বুঝতে’ পেরেছেন।
শুরুতে অজিত ৪৩ বিধায়কের সমর্থন দাবি করলেও এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, তাঁদের পক্ষে এই মুহূর্তে জনা ২৪ বিধায়ক আছেন। দলত্যাগ বিরোধী আইন এড়াতে এবং দলের দখল নিজের হাতে রাখতে হলে অন্তত ৩৬ জন বিধায়কের সমর্থন লাগবে। পাওয়ার শিবিরের এক নেতার মতে, ‘শরদজি বিধায়কদের ফোন করা শুরু করলে অজিতের পাশে কেউ থাকবে না।’ এদিকে, এসবের মধ্যে বুধবার দুই মেগা বৈঠক ঘিরে পারদ চড়ছে মুম্বইয়ে। প্রথম বৈঠকটি সকাল ১১ টায় ডেকেছেন অজিত পওয়ার। দলের সব নেতা, সাংসদ এবং বিধায়কদের তলব করেছেন তিনি। আবার ঠিক তার ঘণ্টা দু’য়েকের মধ্যে শরদ পওয়ার দলের সব নেতাদের ডেকেছেন। দুই শিবিরের মধ্যে কার পক্ষে সমর্থন বেশি আছে, সেটা অনেকটা স্পষ্ট হয়ে যাবে বুধবারের এই দুই বৈঠকের পর।