উত্তরবঙ্গ সফর সেরে ফেরার সময়ে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময় চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরে কলকাতায় ফিরতেই তড়িঘড়ি এসএসকেএমের নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর বাঁ হাঁটুর লিগামেন্ট ও হিপ জয়েন্টে চোট লেগেছে। অবস্থা এমনই যে পঞ্চায়েতের আগে ময়দানে নেমে তেমন প্রচার করতে পারছেন না তিনি৷ বেশির ভাগ ক্ষেত্রে ভার্চুয়াল মাধ্যমে তৃণমূল নেত্রীর বার্তা পৌঁছে যাচ্ছে জন সাধারণ থেকে নেতা-কর্মীদের কাছে৷ এমন পরিস্থিতিতে হয়ত চলতি সপ্তাহেই হবে তাঁর অস্ত্রোপচার৷ এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আমার ছোট ছোট কয়েকটা সার্জারি আছে। তিন-চারদিনে সেটা হয়ে যাবে৷ হাঁটু আর কোমরে চোট আছে। গত কয়েকদিনে থেরাপি চলছে৷’
তিনি আরও জানিয়েছেন, ‘এমনি শারীরিক ভাবে ঠিক আছি৷ তবে ৩০ সেকেন্ড সময় নিলে সেদিন হেলিকপ্টার ক্র্যাশ হয়ে যেত। আমাকে হেলিকপ্টার থেকে লাফিয়ে নামতে হয়েছে৷ আর জাম্প করে নামার সময়ই আমার হাঁটুতে চোট লেগেছে৷ টিস্যু আর লিগামেন্টে চোট আছে৷ কোমরেও চোট লেগেছে৷ আমাকে চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন। কিন্তু আমি ভাবলাম, হাসপাতালে থেকে চিকিৎসা করালে একটা বেড অকুপ্যাই হবে, কয়েকজন চিকিৎসকে ব্যস্ত রাখতে হবে৷ তাই ভাবলাম, ঘরে বসে কাজগুলো করেনি৷ মানে সাত-আটদিন ঘরে ট্রিটমেন্ট করিয়ে নেব, তারপর হাসপাতালে যাব৷ এখন দিনে ৪ ঘণ্টা থেরাপি চলছে৷ থেরাপি চললে মনের ওপর একটা ঝড় যায়৷ এখন সোজা হাঁটতে পারছি একটু-একটু৷ তবু হাঁটু আর কোমরে লাগছে৷’