উনি হচ্ছেন এল ও পি লপ, মানে ললিপপ। এবার নন্দীগ্রামে দাঁড়িয়ে ঠিক এই ভাষাতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি রাজ্যপালকেও এক হাত নিয়েছেন তিনি।
মঙ্গলবার পঞ্চায়েত ভোটের প্রচারে নন্দীগ্রামে এসেছিলেন চন্দ্রিমা। সেখানেই তিনি বলেন, উনি হচ্ছে এলওপি। চন্দ্রিমার কথায়, তুমি ললিপপ খাও, বেশি বুঝতে যেও না। ললিপপ খাবে আর সন্ত্রাস করবে। এমন হলে বাড়তি নজর অবশ্যই নন্দীগ্রামের দিকে থাকবে।
এরপর রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিশানা করে মন্ত্রী বলেন, আমাদের খাবে আবার আমাদেরকেই গালি দেবে। নিত্যদিন নতুন নতুন শার্ট, নতুন রোদ চশমা পরে ঘুরে বেড়ান। রাজ্যপালকে চন্দ্রিমার বার্তা, নিজের চৌহদ্দির মধ্যে নিজেকে আটকে রাখুন। অযথা নেতাগিরি করতে যাবেন না। নেতাগিরি করতে চাইলে মাঠে লড়াইতে নামুন।