রাস্তায় বসে থাকা আদিবাসী ব্যক্তির মুখে প্রস্রাব করার অভিযোগ উঠল মধ্যপ্রদেশের এক বিজেপি নেতার বিরুদ্ধে। সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’।
কংগ্রেসের দাবি, ওই ব্যক্তি স্থানীয় বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার প্রতিনিধি। সেইসঙ্গে বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। তারইমধ্যে ঘটনায় তদন্তের নির্দেশ দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
ঘটনাটি প্রশাসনের নজরে আসতেই গ্রেফতার করা হল অভিযুক্ত ব্যক্তিকে। প্রবেশ শুক্লা নামক ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় রাস্তার ধারে বসে থাকা অপর এক ব্যক্তির গায়ে প্রস্রাব করে দেন। মঙ্গলবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে প্রবেশ শুক্লা নামক ওই ব্যক্তি টলতে টলতে আসছেন। মদ্যপ অবস্থায় তিনি রাস্তার ধারে এক ব্য়ক্তির সামনে এসে দাঁড়ান, তাঁর হাতে সিগারেট ধরা ছিল। রাস্তার ধারে বসেছিলেন দশমত রাভাত নামক এক ৩৬ বছর বয়সী ব্যক্তি। তাঁর হাতেই প্রস্রাব করে দেন প্রবেশ শুক্লা নামক ওই ব্যক্তি।
ভিডিওটি ভাইরাল হতেই পুলিশ অভিযুক্তের খোঁজে তদন্তে নামে। কিন্তু ওই ব্যক্তি বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে মঙ্গলবার রাত ২টো নাগাদ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, এসসি/এসটি অ্যাক্ট সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের স্ত্রী ও মা-বাবাকেও জেরা করা হয়েছে।