রাজ্যে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে বিরোধীদের সন্ত্রাস। এবার যেমন উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকে। কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১৪৩ নম্বর বুথের তৃণমূল সভাপতি সনাতন নাইয়ার অভিযোগ, কৈখালী থেকে ভোট প্রচার করে বাড়ি ফেরার সময় বিজেপির কর্মী-সমর্থকেরা তাঁদের উপর হামলা চালান। তাতে তিনি এবং তাঁর সহকর্মী রাজারাম নস্কর গুরুতর আহত হয়েছেন। গুরুতর জখম অবস্থায় সনাতন এবং রাজারামকে উদ্ধার করে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
প্রসঙ্গত, কয়েক দিন আগেই তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে কুলতুলি ব্লকের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী এলাকায় আহত হন দু’পক্ষের অন্তত ১০ জন৷ গুরুতর আহত এক বিজেপি কর্মীকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ এ নিয়ে দু’পক্ষই কুলতুলি থানায় অভিযোগ দায়ের করেছে৷ তার পরে আবার রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা ছড়াল এলাকায়। অন্যদিকে, দিন কয়েক আগেই দক্ষিণ ২৪ পরগনার অশান্ত এলাকা পরিদর্শন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু রাজ্যপাল বাসন্তীর যে এলাকায় এসেছিলেন, মঙ্গলবার রাত থেকে ওই এলাকাতেও বোমাবাজি হয়েছে। বাসন্তীর কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের খেরিয়া উত্তর ভাঙনখালি গ্রামে মুহুর্মুহু বোমা ছোড়া হয়।