জুলাইয়ের শুরুতেই ফের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়াল মোদী সরকার। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৮৯৫ টাকা ৫০ পয়সা। পাশাপাশি দাম বেড়েছে গরিবের জ্বালানি কেরোসিন তেলেরও। লিটার প্রতি ১২ পয়সা দাম বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রক কেরোসিনের ‘বেস প্রাইস’ ঘোষণা করেছে। তাতেই ঊর্ধ্বগামী হয়েছে গরিব মানুষের জ্বালানির দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম অপরিবর্তিত তবুও কেন দাম বাড়ানো হল স্থাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রসঙ্গত, গত বছরের জানুয়ারি মাস থেকে কেরোসিন তেলের দাম বাড়তে শুরু করে। কেরোসিনের দাম এক সময় ১০০ টাকার বেশি হয় লিটারে। সেই সময় রেশনের গ্রাহকার বেশি দাম দিয়ে কেরোসিন কিনতে পারছিলেন না। সাধারণ মানুষ, রেশন ডিলার এবং বিরোধীদের প্রতিবাদে কমতে শুরু করে কেরোসিন তেলের দাম। এখন কলকাতায় কেরোসিন তেলের দাম লিটার পিছু ৬০ টাকা ৬ পয়সা। এর সঙ্গে যোগ হবে ১২ পয়সা। শুধু কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতেই বর্ধিত দাম দিয়ে কেরোসিন কিনতে হবে, এমনটা নয়। গোটা রাজ্যের সব প্রান্তের গরিব মানুষকেও বেশি দামে কিনতে হবে কেরোসিন।