এই মুহূর্তে গলব্লাডার স্টোন ঘরে ঘরে। খাদ্যাভ্যাস তো বটেই হঠাৎ ওজন বেশি বাড়লে বা কমলে পিত্তথলির ওপর চাপ পড়েও গলব্লাডারে পাথর জমে। কিন্তু এমন অনেকেই আছেন, দারিদ্র্যের কারণে যাঁদের গল ব্লাডারে পাথর থাকলেও অস্ত্রোপচার করানো সম্ভব হয় না। এবার তাঁদের মুশকিল আসান করতে এই প্রথম, এক ছাদের তলায় বাংলার তাবড় শল্য চিকিৎসকরা! আধুনিক যন্ত্রপাতি দিয়ে করবেন অপারেশন। একটা-দুটো নয়, চল্লিশটা। সম্পূর্ণ বিনামূল্যে। এম আর বাঙুর হাসপাতালের সার্জারি বিভাগ আয়োজন করেছে বিনামূল্যে ল্যাপরোস্কোপি গলব্লাডার অপারেশন ক্যাম্পের। যেখানে অস্ত্রোপচার করতে হাজির থাকবেন, ডা. বিশ্বরূপ বোস, ডা.ওম তাঁতিয়া, ডা. দীপ্তেন্দ্র সরকার, ডা. তমোনাশ চৌধুরির মতো খ্যাতনামারা।
এম আর বাঙুর হাসপাতালের অভিনব এই প্রচেষ্টার সঙ্গে যৌথভাবে রয়েছে, অ্যাসোসিয়েশন অফ মিনিমাল এক্সেস সার্জনস অফ ইন্ডিয়া (ইস্ট জোন চ্যাপ্টার) এবং ওয়েস্টবেঙ্গল চ্যাপ্টার অফ অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়া। সরকারি হাসপাতালে ২ টাকায় অস্ত্রোপচার হলেও, বিনামূল্যে অস্ত্রোপচার করতে বাংলার সেরা সার্জনদের এক জোট হওয়ার ঘটনা এই প্রথম। জানা গিয়েছে, আগামী ৪ এবং ৮ জুলাই হাসপাতালের সার্জারি বিভাগের ওপিডিতে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন গলব্লাডার স্টোনের রোগীরা। আগামী ১১ এবং ১২ জুলাই হাসপাতালেই বসবে ক্যাম্প।