বয়স মাত্র ২৩। এবারই প্রথম রাজনৈতিক ময়দানে ভোটযুদ্ধে নেমেছেন তিনি। আর অভিষেকেই বাজিমাত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকেই কারণ হিসেবে তুলে ধরেছেন তৃণমূলের কনিষ্ঠতম প্রার্থী, শালবনির সুস্মিতা দোলাই। শালবনির বাকিবাঁধ অঞ্চলের তিন নম্বর বুথের বছর ২৩ এর তৃণমূল প্রার্থী সুস্মিতা দোলাই। পরিবারের অন্যান্য সদস্যরা সরাসরি ভাবে রাজনীতিতে যুক্ত থাকলেও সুস্মিতার সরাসরি কোনও রাজনৈতিক পরিচয় ছিল না। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। গ্রাম পঞ্চায়েত আসনে টিকিট পেয়েছিলেন শাসকদল তৃণমূল থেকে। তবে অন্যান্য কোন বিরোধী রাজনৈতিক দল মনোনয়ন না করায় ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন সুস্মিতা।
নির্বাচনে জয়ের পর সুস্মিতার বক্তব্য, এলাকায় মমতার সরকার যে উন্নয়ন করেছে সে কারণেই বিরোধী রাজনৈতিক দলগুলি কোনও প্রার্থী দিতে পারেনি। তবে আগামীতে সাধারণ মানুষের না হওয়া কাজ এবং সাধারণ মানুষের চাহিদা মতো তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এই প্রার্থী। বছর ২৩ এর সুস্মিতা সামান্য মধ্যবিত্ত পরিবারের এক গৃহবধূ। পরিবার সামলে এই প্রথম তার রাজনৈতিক ময়দানে আসা। পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর তাঁর লক্ষ্য সাধারণ মানুষের প্রয়োজন ও উন্নয়ন। এলাকার উন্নয়নের স্বার্থে রাজ্য সরকারের নানা প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চান সুস্মিতা।