মাসের শুরুতেই খারাপ খবর। দাম বাড়ল রান্নার গ্যাসের। ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। সিলিন্ডার পিছু ৭ টাকা করে দাম বাড়ানো হয়েছে। এরফলে এবার থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১৭৮০ টাকায়। তবে ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।
প্রতি মাসের শুরুতেই দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম পর্যালোচনা করে এবং সেই দামের ওঠা-নামার উপরে নির্ভর করে নতুন দাম ধার্য করা হয়। গত জুন মাসে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলেও এবার সামান্য বাড়ল গ্যাসের দাম।
এতদিন ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হত ১৭৭৩ টাকা। এবার থেকে এই সিলিন্ডার কিনতে খরচ হবে ১৭৮০ টাকা। অর্থাৎ ৭ টাকা বেড়েছে। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। এবার থেকে কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৮২.৫০ টাকা।