খুশির হাওয়া সবুজ-মেরুন সমর্থকদের মনে। সোমবার প্রকাশিত হল ‘মোহনবাগান সুপার জায়ান্ট’ দলের লোগো। এদিন ক্লাবের পক্ষ থেকে লোগো প্রকাশ করা হয়। লোগোয় সবুজ-মেরুন পালতোলা নৌকা যেমন রয়েছে, তেমনই রয়েছে ‘মোহনবাগান সুপার জায়ান্ট’ নামটি। সেই সঙ্গে রয়েছে ১৮৮৯ সালটিও। উল্লেখ্য, বহু মোহনবাগান সমর্থকের প্রশ্ন ছিল, আদৌ ক্লাবের জন্ম সাল নতুন লোগোতে থাকবে কি না। মোহনবাগান ক্লাবের সঙ্গে জুড়ে গিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার এটিকে। গত মরসুমে এটিকে মোহনবাগান নাম নিয়ে খেলেছিল দলটি। আইএসএল জেতার পর সঞ্জীব ঘোষণা করেন যে, পরের মরসুমেই মোহনবাগান সুপার জায়ান্ট নাম হবে ক্লাবের। সবুজ-মেরুন সমর্থকদের একাংশের দাবি ছিল, এটিকে নামটি সরিয়ে দেওয়ার। শেষ পর্যন্ত সেই দাবি মেনে নিয়েছেন সঞ্জীব। কিন্তু ক্লাবের নতুন নামের সঙ্গে কি জন্ম সাল মুছে যাবে? এই উদ্বেগ সমর্থকদের একাংশের মধ্যে ছিল। লোগো প্রকাশিত হলে দেখা যায় ১৮৮৯ সালটি রয়েছে। নৌকার মাঝেই লেখা রয়েছে তা।
উল্লেখ্য, মঙ্গলবার মোহনবাগান ক্লাবে যাবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বিকেলের দিকে মোহনবাগান তাঁবুতে যাবেন তিনি। মোহনবাগানের তরফে সংবর্ধনা দেওয়া হবে বিশ্বকাপের সেরা গোলরক্ষককে। ‘মোহনবাগান রত্ন’ স্মারক তুলে দেওয়া হবে মার্তিনেজের হাতে। এর পর কিছু নির্বাচিত ক্লাবকর্তার সঙ্গে দেখা করবেন তিনি। সেই অনুষ্ঠানেই ১০ জনকে আজীবন সদস্যপদ দেওয়া হচ্ছে মোহনবাগানের তরফে। সেই ১০ জনের হাতে এই সম্মান তুলে দেবেন মার্তিনেজ। সেই সঙ্গে মোহনবাগানে ক্লাবে পেলে, দিয়েগো মারাদোনা এবং গ্যারি সোবার্সের নামে যে গেট রয়েছে তার উদ্বোধন করবেন মার্তিনেজ। এর পর মোহনবাগান মাঠে ফ্রেন্ডশিপ কাপের ম্যাচ রয়েছে। কলকাতা পুলিশ অলস্টার্স বনাম মোহনবাগান অলস্টার্সের খেলা হবে। গ্যালারি থেকে সেই ম্যাচ দেখবেন বিশ্বজয়ী গোলকিপার। সেই ম্যাচে মোহনবাগান অল স্টার্সের হয়ে খেলতে দেখা যাবে প্রাক্তন বাগান ফুটবলারদের। ১৮ জনের দল ইতিমধ্যেই ঘোষণা করেছে সবুজ-মেরুন কর্তৃপক্ষ।