দুর্দান্ত লড়াকু ইনিংস খেলেও শেষ পর্যন্ত অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে জয় এনে দিতে পারেননি অধিনায়ক বেন স্টোকস। শেষ পর্যন্ত বাজিমাত করেছে অজিরাই। তবে স্টোকসের ইনিংসের ভূয়সী প্রশংসায় মুখর হয়েছে তামাম ক্রিকেটমহল। উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। “আমি আগেই বলেছিলাম যে, স্টোকস প্রচণ্ড লড়াই করেন। যাঁদের বিরুদ্ধে খেলেছি, তাঁদের মধ্যে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী মনে হয়েছে স্টোকসকে। এটা আমি একেবারেই মজা করে বলিনি। অসাধারণ একটা ইনিংস। কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়া নিজেদের সেরা ছন্দে রয়েছে। ওদের হারানো কঠিন”, লর্ডসে স্টোকসের ১৫৫ রানের ইনিংস প্রসঙ্গে টুইটারে লেখেন বিরাট।
উল্লেখ্য, লর্ডসে রবিবার ম্যাচের পাল্লা ভারী ছিল অস্ট্রেলিয়ার দিকেই। কিন্তু জনি বেয়ারস্টো আউট হওয়ার পর স্টোকস যে ভাবে প্রতিআক্রমণ শুরু করেছিলেন, তাতে আশা তৈরি হয়েছিল ইংরেজ সমর্থকদেরও। স্টোকসের ১৫৫ রানের ইনিংসে ছিল ন’টি চার এবং ন’টি ছক্কা। সব ক’টি ছক্কাই তিনি লেগ সাইডে মেরেছিলেন। অস্ট্রেলিয়া তাঁকে আটকানোর জন্য সব ফিল্ডারকে বাউন্ডারিতে পাঠিয়ে দেয়। তাতে কিছুটা আটকে যান স্টোকস। কিন্তু সুযোগ পেলেই বড় শট খেলছিলেন তিনি। কিন্তু জস হেজলউডের বলে শেষ পর্যন্ত ক্যাচ তুলে দেন স্টোকস। অধিনায়ক আউট হতেই জয়ের আশাও নিভে যায় ইংল্যান্ডের। বাকি উইকেটগুলিও পড়ে যায় দ্রুত। ৪৩ রান ম্যাচ জিতে নেয় অজিরা।