রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই ভোট। এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে চলছে আদর্শ আচরণ বিধি। এবার তা ভাঙার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নির্বাচনের কয়েকদিন আগেই নিজের অর্থে গ্রামে রাস্তায় ঝামা দেওয়ার কাজ করাচ্ছেন বিজেপির পঞ্চায়েত সদস্যা! এবার বিডিওর কাছে এমনই অভিযোগ জানালেন গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত দত্ত।
আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। তার আগে গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের ফকিরবাগান গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্যা বনফুল সরকার তাঁর গাঁটের কড়ি খরচ করে ওই এলাকার বেহাল রাস্তার ঝামা দেওয়ার ব্যবস্থা করেছেন। এতে নির্বাচন বিধি ভাঙা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ দায়ের করে সুশান্ত দত্ত বলেন, ‘ওই রাস্তাটি অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে রয়েছে। কিন্তু সরকারি আচরণবিধি চালু হওয়ায় আমরা কাজ করতে পারিনি।’