দক্ষিণের পর এবার উত্তরে দাপটে দেখাচ্ছে বর্ষা। সারা সপ্তাহ জুড়েই উত্তর বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ, বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি। দেশজুড়ে মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে। পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত। এই রেখা উত্তর প্রদেশ, দক্ষিণ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত চলে গিয়েছে। সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দুই তিন জেলায়। হালকা মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতেই। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের উপরের দিকের জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এই জেলাগুলিতে। তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
পাশাপাশি, প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পং-এর বেশ কিছু এলাকায় ল্যান্ড স্লাইড বা ভূমিধসের সম্ভাবনা রয়েছে। জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকা, সংকোষের মতো উত্তরবঙ্গের নদীগুলিতে। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হতে পারে। নিচু এলাকার শস্য ও সবজি চাষের ক্ষতি হতে পারে। কলকাতায় আকাশ আজ অংশত মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যেয় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪ থেকে ৮৮ শতাংশ। আগামী কয়েক দিন উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। গুজরাট, রাজস্থান, পঞ্জাব, চন্ডিগড়, হরিয়ানাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, হিমাচল প্রদেশে। পূর্ব ভারতের রাজ্য অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরে আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সিকিম এবং বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যতে এই সপ্তাহে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। দক্ষিণ ভারতের কেরালা, মাহে, অন্ধ্রপ্রদেশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোঙ্কন, গোয়াঘাট এলাকা এবং মধ্য মহারাষ্ট্রেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।