চলতি বছরের জানুয়ারি মাসেই ধসে যেতে শুরু করেছিল উত্তরাখণ্ডের যোশীমঠ। সেখানের ৮০০টি বাড়িতে ফাটল দেখা দিতেই তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য তথা দেশ জুড়ে। তবে সম্প্রতি এক ভাষণে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি বলেন, যোশীমঠ আর উত্তরাখণ্ডের যে পরিস্থিতি তুলে ধরা হচ্ছে গোটা দেশে, তেমনটা আসলে নয়। তাঁর এই দাবি যে আদৌ সত্য নয় এবার ফের মিলল তার প্রমাণ। এবার ৬ ফুট গভীর গর্ত দেখা গেল যোশীমঠে। সেখানকার একটি মাঠে দেখা গেছে এই গর্ত। ঘটনায় আতঙ্কে স্থানীয়রা।
অতিরিক্ত বৃষ্টির ফলেই সৃষ্টি হয়েছে এমন গর্তের, জানানো হয়েছে জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে। প্রসঙ্গত, চার ধাম ভ্রমণের সময়ে অসংখ্য পূণ্যার্থী আশ্রয় নেন যোশীমঠের একাধিক চটিতে। এই গর্ত বাড়তে থাকলে যে কোনও সময়ে ধ্বস নামার সম্ভাবনা ছিল। আহত হতে পারতেন বহু পুণ্যার্থী। এদিকে, যোশীমঠের ১১টুলি বাড়িতে নতুন করে ফাটলও দেখা দিয়েছে অতিরিক্ত বৃষ্টির জেরে।