কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে মণিপুরে কিছুতেই নিভছে না হিংসার আগুন। গত ৩ মে থেকে নতুন করে অশান্তি দানা বেঁধেছে এই ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে। আমজনতা থেকে কেন্দ্রীয় মন্ত্রী কারোরই নিরাপত্তা নিশ্চিত নয়। হাজার হাজার সেনা আধাসেনা নামিয়েও রাশ টানা যাচ্ছে না হিংসায়। এরই মধ্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছিলেন, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে মণিপুরে পরিস্থিতির উন্নতি হবে। তা নিয়েই এবার হিমন্তকে তোপ দাগলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। আসামের মুখ্যমন্ত্রী মণিপুরে না নাক গলালে তা ভাল হবে বলে মন্তব্য করেন তিনি।
রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে এই মন্তব্য করেছেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি লেখেন, ‘আসামের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে মণিপুরে শান্তি ফিরে আসবে। এটি সাহায্য করবে যদি আসামের মুখ্যমন্ত্রী মণিপুরে সংঘাতে নাক না গলান এবং দূরে থাকে।’ একইসঙ্গে তিনি আরও বলেন, ‘এটাও সাহায্য করবে যদি বীরেন সিং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এবং কয়েক মাসের জন্য মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।’