গত মাসেই পাটনায় চার ঘণ্টার বৈঠকের পর রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের বিরোধী নেতা-নেত্রীরা আগামী লোকসভা ভোটে ঐক্যবদ্ধ ভাবে লড়ার বার্তা দিয়েছিলেন। তারপরই পরবর্তী বৈঠকের স্থান হিসাবে চূড়ান্ত করা হয়েছিল বেঙ্গালুরুকে। সেই বৈঠক পিছিয়ে যাওয়ার কথা থাকলেও এবার তড়িঘড়ি বৈঠকের দিন ঘোষণা করে দিল কংগ্রেস। সোমবার কংগ্রেসের তরফে কেসি ভেনুগোপাল বলে দেন, বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক হবে ১৭ ও ১৮ জুলাই। কংগ্রেসের পক্ষ থেকে পাটনার বৈঠকে হাজির সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রসঙ্গত, রবিবার অজিত পওয়ারের ‘বিদ্রোহে’র জেরে খানখান মারাঠা ‘স্ট্রংম্যানে’র পাওয়ার। এই পরিপ্রেক্ষিতে বেঙ্গালুরুর বিরোধী বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছিল। আগে ঠিক ছিল, ১৪ জুলাই বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী দলগুলির দ্বিতীয় বৈঠক হবে। স্বয়ং শরদ পওয়ার সেই দিনক্ষণ ঘোষণা করেছিলেন। কিন্তু রবিবার তাঁর শিবিরই বড়সড় ধাক্কা খায়। ৮ জন বিধায়ককে নিয়ে দল ছেড়ে বেরিয়ে এনডিএ’র সঙ্গে হাত মেলান অজিত পওয়ার। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথও নেন। আর তাতেই বিরোধী সমীকরণ এলোমেলো হয়ে যায়। কিন্তু তাতে পিছু না হটে এবার বেঙ্গালুরুর বিরোধী জোটের বৈঠকের দিন ঘোষণা করে দিল হাত শিবির।