সম্প্রতিই উত্তরবঙ্গে নির্বাচনী সফর শেষে ফেরার পথে হঠাৎই হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আহত হন তিনি। তারপর তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে, আর মাত্র পাঁচদিন পর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তাই প্রচারের সময়ও খুব কম। এই পরিস্থিতিতে এবার ভার্চুয়াল জনসভার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল অর্থাৎ সোমবার দুবরাজপুরের সভায় ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা তাঁর।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় অনুব্রতর গ্রেফতারির পর নতুন কোর কমিটি গঠন করেন মমতা। বীরভূমে সংগঠনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। সামনেই পঞ্চায়েত নির্বাচন। অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমে এটিই প্রথম ভোট। এই পরিস্থিতিতেই জলপাইগুড়ি থেকে ফেরার পথে দুর্যোগে তাঁর হেলিকপ্টার জরুরি অবতরণে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে চিকিৎসক বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। সে কারণেই কথা থাকলেও ভোটের বীরভূমে সশরীরে যাচ্ছেন না মমতা। তার পরিবর্তে সোমবার দুবরাজপুরের সভায় ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা তাঁর। সেই সময় ফিরহাদ হাকিম দুবরাজপুরে উপস্থিত থাকবেন।