শনিবার রাতে মহারাষ্ট্রের সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। একটি পুণেগামী চলন্ত বাসে আচমকাই আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে গেলেন ২৫ জন যাত্রী।
জানা গিয়েছে, শনিবার রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের বুলধানার কাছে। যাত্রীবোঝাই একটি বাস ছুটে যাচ্ছিল সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়ে দিয়ে। আচমকাই বাসে আগুন লেগে যায়। সূত্রের খবর, ৩২ জন যাত্রী ছিল বাসটিতে। তার মধ্যে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। বাকি যাত্রীদের গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। বাসের চালকও গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। আচমকা আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা যাচ্ছে যে টায়ার ফাটার কারণেই আগুন লেগে যায় বাসে।