১১ ঘণ্টা থেকেছি, প্রয়োজনে ২৪ ঘণ্টা থাকব। শুক্রবার ইডির দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে একথাই শোনা গিয়েছিল তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষের গলায়। ৫ জুলাই তাঁকে ফের তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। কিন্তু তাতেও বিন্দুমাত্র দমে যাননি সায়নী। শনিবারও সাংবাদিকদের মুখোমুখি হয়ে একইরকম আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে দেখা গেল তাঁকে।
শিক্ষা দুর্নীতি থেকে কয়লা, গরু পাচার-সহ বিভিন্ন ইস্যুতে বারবার তৃণমূল নেতা-মন্ত্রীদের তলব করেছে ইডি-সিবিআই। নিজেদের স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে বিজেপি সরকার। এমন অভিযোগ প্রতিনিয়ত তুলছে রাজ্যের শাসকদল। একই সুর শোনা গেল সায়নীর গলাতেও। বলে দিলেন, ‘দেশে একনায়কতন্ত্র চলছে। আর এর বিরুদ্ধে লড়াই তো করতেই হবে। নানারকম পরিস্থিতির মধ্য়েও পড়তে হবে। তবে এভাবেই লড়ব। এই লড়াইয়ে দল আমার পাশে আছে’।
তবে ইডি আধিকারিকরা তাঁর সঙ্গে ভাল ব্যবহারই করেছেন বলে জানান সায়নী। বলেন, প্রশ্নের উত্তর পেতে তাঁর উপর কোনও চাপ তৈরি করা হয়নি। আগামী বুধবার তাঁর কাছ থেকে ঋণ-সহ নানা নথি তলব করা হয়েছে। তিনি সমস্ত কাগজপত্র তদন্তকারীদের হাতে তুলে দেবেন বলেই জানান সায়নী। সেই সঙ্গে এও জানান, পঞ্চায়েতের প্রচারেও তাঁকে দেখা যাবে। যদিও শুক্রবারের পর শনিবারও পঞ্চায়েতের প্রচারকদের তালিকায় সায়নীর নাম রাখেনি তৃণমূল।