সাম্প্রতিক কালে কখনও পৃথক উত্তরবঙ্গ, কখনও গোর্খাল্যান্ড, আবার কখনও আলাদা কামতাপুর রাজ্যের দাবি বারবার উত্তরবঙ্গের মাটিতে আঁচ বাড়াতে চেয়েছে। কিন্তু কোনওরকম বিচ্ছিন্নতার রেশ যাতে না পড়ে সেখানকার জনজীবনে, তার জন্য সদাসতর্ক রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বারবার একতার বার্তা দিয়েছেন। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এবার বিজেপির হয়ে বঙ্গভঙ্গের উস্কানি মূলক প্রচারে নামল কেএলও! এক ভিডিও বার্তায় কেএলও প্রধান জীবন সিংহ বলেন, নিশীথ প্রামাণিককে হত্যা করার চেষ্টা হচ্ছে।
তিনি আরও বলেছেন, নির্বাচন চলছে। কলকাতা থেকে নেতারা এসে আমাদের জাতির মানুষদের মন ভোলানোর চেষ্টা করছে। ওরা আমাদের জাতি মাটির শত্রু। কলকাতার নেতাদের প্রলোভনে পা না দেওয়ার এবং তাদের মিষ্টি কথায় ভুলে না যাওয়ার আবেদন জানিয়েছেন কেএলও প্রধান। তার অভিযোগ ডাঃ বিধান চন্দ্র রায় ছলে বলে কৌশলে কোচবিহারকে কলকাতার সঙ্গে যুক্ত করেছে। কংগ্রেসের কারণে আমাদের এখানাকার মাটি আসাম, বিহার ও পশ্চিমবঙ্গে বিভক্ত হয়েছে। পরে বাম আমলে আমাদের লোকদের মারধর করা হয়েছে। আমাদের জায়গা জমি কেড়ে নিয়েছে।
এরপরেই ওই ভিডিও বার্তায় জীবন সিংহের দাবি, আমাদের সর্বনাশ করছে। আমরা দেখছি মমতা দিদি আমাদের আলাদা রাজ্যের বিপক্ষে। তৃণমূল আমাদের মানুষগুলোর ওপর সন্ত্রাস চালাচ্ছে। আমাদের মানুষদের হত্যা করছে। এই সরকারের আমলে আমাদের মানুষদের মিথ্যে মামলা দিয়ে জেলে ঢোকানো হচ্ছে। কেএলও প্রধানকে তাঁর ভিডিও বার্তায় বলতে শোনা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রক্ত দিয়ে হলেও বঙ্গ ভাগ তিনি রুখবেন। অতএব এই ভিডিও বার্তা থেকে খুব পরিষ্কার বঙ্গভঙ্গ করতে চাইছে কেএলও। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে উদ্দেশ্য প্রণোদিতভাবে গেরুয়া শিবিরের হয়ে এই ভিডিও বার্তা ছড়িয়ে দিয়ে ফের অশান্তি পাকাতে চাইছে তারা।