উত্তেজনার হাওয়া শহরের ফুটবলপ্রেমী-মহলে। শীঘ্রই কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। কাতার বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। মোহনবাগান মাঠে মার্তিনেজকে দেখতে হলে কাটতে হবে টিকিট। সবুজ-মেরুন কর্তৃপক্ষের তরফে শুক্রবার জানানো হয়েছে যে, ৪ঠা জুলাই বিকেল ৪.৩০ মিনিটে সবুজ-মেরুন ক্লাবে আসবেন মার্তিনেজ। সেই টিকিট পাওয়া যাবে শনিবার থেকে। শনি এবং রবিবার দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। সবুজ-মেরুন ক্লাবের সদস্যেরা একটি করে টিকিট পাবেন। ক্লাবের অফিস থেকে সেই টিকিট পাবেন সদস্যেরা। তাঁরা সদস্যদের গ্যালারিতে বসতে পারবেন। সাধারণ মানুষ টিকিট নিতে পারবেন পিডব্লিউডি কাউন্টার থেকে। পিডব্লিউডি গ্যালারিতে বসতে পারবেন তাঁরা।
উল্লেখ্য, শহরে আরও একটি অনুষ্ঠানে যোগ দেবেন আর্জেন্টিনার গোলরক্ষক। সেখানে বিশ্বকাপজয়ী ফুটবলারকে কাছ থেকে দেখার সুযোগ পাবেন আমজনতা। শহরের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগেই কলকাতায় আসছেন মার্তিনেজ। ৩রা জুলাই রাতে কলকাতায় পা রাখার কথা তাঁর। ৪ঠা জুলাই শহরের মিলনমেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মার্তিনেজ। সেখানে সংবর্ধনা দেওয়া হবে তাঁকে। একটি আলোচনাতেও অংশ নেবেন তিনি। তার নাম দেওয়া হয়েছে ‘তাহাদের কথা’। সেখানে নিজের জীবন ও ফুটবলে সাফল্যের নেপথ্যকাহিনি জানাবেন মার্তিনেজ। সাড়ে ১২টা থেকে সেই অনুষ্ঠান শুরু হবে। মিলনমেলার সেই অনুষ্ঠানে থাকবেন ইস্টবেঙ্গলের কর্তারাও। মার্তিনেজকে সংবর্ধনা দেবেন তাঁরা। টিকিট কেটে সেই অনুষ্ঠান দেখতে পাবেন সাধারণ মানুষ। টিকিটের সর্বনিম্ন মূল্য ৪৯৯ টাকা। সেই টিকিট মিলবে অনলাইনেও।